ADS02

বাচ্চা মুরগী

 আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের অন্য কিছুর সম্পর্কে জানাবো সো অবশ্যই পোস্ট টি সম্পুর্ণ পড়ে যাবেন আপনাদের আমি আজকে ইভাইট করলাম ☺️ | যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের মুরগীর বাচ্চার সম্পর্কে জানাবো এবার আপনারা বলতে পারেন যে ভাই আপনি কী মুরগীর বাচ্চা পালেন নাকী আপনার বাবা পালে সো তাদের বলে রাখি আমার পরিবারের মধ্যে কেউ এগুলা পালে না | তবেও ফার্মের মুরগী ছাড়া দেশি মুরগী টুক টাক পালা হয় তবুও আমাদের ডিম খাওয়ার জন্য আপনারা হয়তো জেনে থাকবেন যে দেশির মুরগীর ডিম খেলে শরীরের কী উপকার হয় | যাই হোক বন্ধুরা এই মুরগীর বাচ্চা গুলো ছোট্ট করে ফার্মের মতো ঘড় তুলে মুরগীর বাচ্চা পালতেছে আমাদের রাজু ভাই | আর সে খুব কষ্ট করে এগুলা করতেচে তার জন্য সবাই দোয়া করবেন সে জেনো এই কাজে সফল হতে পারেখুব কষ্ট করতেছে বেচারা তার সপ্নের জিনিস এগুলা আসলে সপ্নের জিনিসটি পেলে তার প্রতি যত্ন নেওয়া টা এমনি আসে | এবার আপনারা বলতে পারেন যে সে কী এর আগেও কী মুরগী বাচ্চা পালোন করছিলো এটার উত্তরে আমি বলবো আনি সঠিক জানি না | যাই হোক সে ওই বাচ্চার চাষ ছাড়াও অন্য কাজ করে অন্য কাজ করে শুধু মাত্র এই মুরগীর বাচ্চার খরছ জুগানের জন্য | সে তার বাড়িতের সামনে একটি দোকান দিয়েছে মাশাল্লাহ মোটামুটি ভালোই চলে সে এই মুরগীর বাচ্চা গুলো বড় করে বিক্রি অথবা মুরগীর  ডিম বিক্রির ব্যবসা করবে হয়তো আমও সঠিক জানি না | তিনি প্রতিদিন মুরগীর খেয়াল রাখে সময় মতো খাবার পানি এবং ঔষধ দেয় অনেক ধরনের ঔষধ মুরগীদের খাওয়া যেগুলোর নাম আমার মনে নেই | যাই সবাই দোয়া করবেন যেন তার মুরগীর বাচ্চা গুলো সুস্থ ভাবে বড় হয় আর তার সপ্ন যেন পুরন হয় সবাই কাছে দোয়া প্রার্থী | সো আজকের পোস্ট টি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ |


Post a Comment

0 Comments