মেঘারবাড়ী,মেলান্দহ,জামালপুর এর পরিচয়
আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন | বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের ছোট্ট একটি জেলা সম্পর্কে জানবো | জেলাটির নাম হলো জামালপুর | এই জামালপুর জেলার পাশেই রয়েছে শেরপুর জেলা যাই হোক আমরা জামালপুর জেলা সম্পর্কে জানবো | চলুন জানা যাক এই জেলা সম্পর্কে বন্ধুরা আমরা কিন্তু জামালপুর জেলার একটি উপজেলা সম্পর্কে জানবো জামালপুরের সকল উপজেলা নিয়ে পরের পোস্টটে থাকবে | আজকে আমরা জামালপুর জেলার সদর থেকে ১৬-১৭ কিঃ মিঃ উত্তরে রয়েছে কম্বপুর তার পরই রয়েছে মেলান্দহ উপজেলা বন্ধুরা এই উপজেলা বা মেলান্দহ থেকে ৩ কিঃ মিঃ উত্তরে একটা গ্রাম রয়েছে তবে মেলান্দহ থেকে এই গ্রামে আসতে অনেক গ্রাম আপনার সামনে পড়বে যেমন মেলান্দহ ছাড়ালে পরবে নলবাড়ী এবং নলবাড়ী ছাড়ালে পরবে নয়ানগর | এবং নয়ানগর ছাড়ালে পরবে শ্যামপুর ও হ্যাঁ বলে রাখি এই শ্যামপুর গ্রামে একটা বাজার রয়েছে যেটাকে বলা হয় শ্যামপুর বাজার | এবং তার বা বাজারের উত্তরে আছে প্রাইমারি স্কুল যেটাকে আমরা শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে থাকি আর হ্যাঁ ওই একি জায়গায় রয়েছে হাই স্কুল বা যেটাকে আমরা বলে থাকি শ্যামপুর উচ্চ বিদ্যালয় দুইটি স্কুল কিন্তু একি জায়গায় অবস্থিত | এবং এই শ্যামপুর গ্রাম পাড়লে পরবে মেঘারবাড়ী গ্রাম যে গ্রাম থেকে আমি এই জামালপুর জেলার গ্রামটি পরিচয় পত্র লিখছি | যাই হোক যদি এই মেঘারবাড়ী গ্রাম ছেড়ে যান সেখানে পড়বে একটা গ্রাম যেটাকে কাঙ্গালকুর্শা বলা হয় বা গ্রাম নাম এখানেও রয়েছে একটা প্রায়মারি স্কুল তবে হাই স্কুল নেই | এবং এই গ্রাম পাড় হলে পরবে একটা বড় ব্রিজ | যাই হোক ওইটার সম্পর্কে আমরা পরবে জানবো | এই যে মেঘারবাড়ী গ্রামটা এটা একটা সুন্দর গ্রাম এখানে আপনি একটি নদী পাবেন সেই নদীতে চাইলে মাছ ধরতে পারবেন আবার চাইলে আপনি গোসল করতে পারবেন এটা আপনার ইচ্ছা | এই গ্রামে যে নদী টার কথা বললাম যে নদীর উপরে রয়েছে একটি মাঠ যেটাতে মানুষ চাষ করে থাকে অবসর সময়ে সেটাতে ছেলে-মেয়েরা খেলা করে | গরু ছাগর ছেড়ে দেয় তবে এটা করা যায় যখন মাঠে কোনো কিছু চাষ না হয় | এবং এর পশ্চিমে রয়েছে চাষিদের আসল মাঠ যেখানে মানুষ সব সময় ধান চাষ করে | এবং নদীর যে মাঠ টা বললাম যেখানে বিভিন্ন ধরনের জিনিস চাষ হয় | এবং এই গ্রাম থেকে দক্ষিণ দিকে রয়েছে সেই শ্যামপুর বাজার এবং শ্যামপুর স্কুল যাই হোক এই গ্রামের সম্পর্কে মোটামুটি সব বলা শেষ আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আসবে |
0 Comments