ADS02

আমার পরিচয়

আসসালামু ওয়ালাইকুম | বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবে ভালোই আছেন | আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি | গত ৩টি পোস্টে আমার গ্রাম স্কুল ও বন্ধুদের সম্পর্কে জানিয়ে ছিলাম | যাই হোক আজকের পোস্টে আমি আপনাদের আমার সম্পর্কে জানাবে আমার পরিচয় জন্ম স্থান এবং কি করতে ভালো বাসি চলুন জানা যাক | আমার নাম হয়তো গত একটি পোস্টে আপনারা যেনে থাকবেন তবুও বলি আমার নাম হাবিবুর রহমান (হাবিব) আমার জন্ম হয় বাংলাদেশের দক্ষিন দিকে জামালপুর জেলায় এবং জামালপুর সদর থেকে ১৮ কিঃ মিঃ দুরে উপজেলা মেলান্দহ এবং মেলান্দহ থেকে প্রায় ৩ কিঃ মিঃ দুরে মেঘারবাড়ী গ্রামে আমার জন্ম আমার | পরিবারে রয়েছে আমার বড় ভাই আমি আমার মা-বাবা আমার বড় ভাই বর্তমানে ঢাকা একটি বেসরকারি স্কুলে প্রতিষ্ঠানে চাকরি করতেছে | এবং সে তার খরছ নিজে চালাইাতছে যাই হোক আমার জন্ম ২৬/০৯/২০০৬ সেই মতাবেক আমার বয়স বর্তমানে ১৬ বছর আমি এখন পড়াশোনা অবস্থায় রয়েছে আমার প্রিয় জিনিস গুলোর সম্পর্কে আপনাদের বলি চলুন | আমার প্রিয় কাজ গুলো হলো মোবাইল চালানো এবং ভ্রম করা | চলুন আমার শখ জানাই - আমার শখ ছিলো ফুটবল প্লেয়ার হওয়া কিন্তু সেই সপ্ন ভেঙে গেছে আরো ২ বছর আগে তবে এখন আমি মাঝে মাঝে সপ্ন দেখি আমি বাংলাদেশের জাতীয় দলে খেলতেছি | যাই হোক আমার এছাড়াও আরেকটি শখ রয়েছে সেটা হচ্ছে ইউটিউবার হওয়া যেটার দিকে এখন আমি এগিয়ে যাচ্ছি আমার সপ্ন ফুটবল প্লেয়ার হওয়া কিন্তু সেটা পুরন না হওয়া এটাকে নিজের সপ্ন ধরেছি এবং ইউটিউবার হওয়ার লক্ষ্যে এগিও যাচ্ছি এবং আপনারা দোয়া করলে আমি আরো অনেক দুর এগিয়ে যেতে পারবো তবে আমি টিকটকে কোনো রকম আসক্ত না আমার সপ্ন একটাই ইউটিউবিং করা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দিয়ে এবং গুগল ওয়েবসাইটে ইনকাম করা তবে আমি কষ্ট করতে ভালো বাসি কেন না আমি জানি কষ্ট করলে তার ফল ও ভালো হয় তেমন লোভ নেই তবে একটু লোভ সবারি থাকে যাই হোক আমার সম্পর্কে সব তো বললাম আপনি এই পোস্ট কোথা থেকে দেখলেন তা অবশ্যই জানাবেন সর্বশেষ বলতে চাই ভালো থাকুন ভালো রাখুন সমাজ ও পরিবার কে আল্লাহ হাফেজ



Post a Comment

0 Comments