ADS02

নতুন অভিজ্ঞতা

 আসসালামু ওয়ালাইকুম 😒| কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের আমার বাড়ির পাশে ধান ক্ষেত সম্পর্কে জানাবো যদিও এর আগে আমি একটি পোস্ট এ এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি ধান ঘরে তুলতে কতটি ধাপ পেড়তে হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক | প্রথমে আপনার কাজ হবে বিজ ধান কিনা বিজ ধান কিনার পর একটি জমিতে সেই বিজ ধানের চাষ করবেন তার পর সেই বিজ ধান বড় হবে এবং উপযুক্ত বড় হলে যে জমিতে এই ধান চাষ করবেন সেই জমিতে লাগাতে হবে তার আগে কিন্তু জমিটাকে চুষে পানি দিয়ে লাগানোর উপযুক্ত করতে হবে তার পর সেই জমিতে ধান গুলো লাগাবেন | দ্বিতীয় তে সেই জমিতে অবশ্যই সময় মতো পানি দিতে হবে এবং সেই জমিতে আগাছা পরিস্কার করে দিতো হবে আমরা হয়তো সকলের জানি প্রতি বছরে ধান হয় ২ বার তবে যাদের এলাকা নিচু তাদের বছরে ধান হয় ১ বার তার কারন তাদের একটি ফসল বন্যার কারন নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হওয়ার জন্যই বন্যার সিজনে টাকা খরছ করে আর ধান লাগায় না বন্যার কারনে ফসল নষ্টে হলে তো যে টাকা সে খরছ করলো সেই টাকা টাই তো লস এর জন্যই যাদের নিচু এলাকা তাদের বছরে ফসল হয় ১ টি বা তারা ১ সিজন ধান লাগায় | তবে আমাদের এলাকা নিচু না তাই বন্যায় ফসল নষ্ট হওয়ার কোনো সম্ভবনা নেই এর জন্য আমাদের বছরে ফসল ২টি হয় | যাই হোক  আগাছা পরিস্কার এর সাথে সার দিতে হয় তবে অতিরিক্ত সার দিলেও কিন্তু ফসল নষ্ট হয়ে যায় তাই জমি অনুযায়ী সার দিতে হয় তার পর | তৃতীয় তে ধান যখন পাকবে তখন সেটাকে কেটে বাড়িতে নিয়ে গিয়ে ধান এবং ধান গাছ গুলো আলাদা করতে হবে এবং তার পর কী করতে হবে সেটা হয়তো সকলেই জানি | তবে আমি যে এত শর্ট করে বললাম বিষয় টা কিন্তু এত ছোট না এই সব করতে প্রায় ৬ মাস সময় লাগে | যাই হোক আজকের পোস্ট টি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ |



Post a Comment

0 Comments