আসসালামু ওয়ালাইকুম 😁 | প্রিয় ভাই ও বন্ধুরা কেৃন আছেন আপনারা আমি আশা করবো যে সকলেই ভালো রয়েছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি সো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো আজকের দিন আমার কেমন কাটলো অবশ্যই পুরো পোস্ট জুড়ে আমার সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক | বন্ধুরা প্রতিদিনের মতো আমি কালকে রাত ১০ টার দিকে ঘুমাই তার পর সকালে উঠে মুখ দুয়ে এক কথা ফ্রেশ হয়ে খেতে যাই আলহামদুলিল্লাহ ভালো ভাবে খাবার শেষ করি তার পর আমি একটু বসে থাকি এবং বসে মোবাইল চালাচ্ছিলাম তো আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে তারা সবাই মিলে সাইকেল দিয়ে বেড়াতে যাবে বিঃদ্রঃ গরিব মানুষ তো তাই মোটরসাইকেল দিয়ে বেড়াতে যাওয়ার মতো ভাগ্য আমাদের হয় নাই যাই হোক পরে বললাম যে আমার সাইকেল নষ্ট হয়ে আছে সাইকেলের চাকায় হাওয়া নেই | পরে বললো যে সমস্যা নাঔ তুই চিন্তা করিস না আমরা সব মিলে আছি ৬ জন সাইকেল আছে ৩ টা তুই আর আমি আমার সাইকেল দিয়ে যাবো পরে আমি বললাম আচ্ছা কখন বের হবি সে বললো এই ৩ টার দিকে আমি বললাম ঠিক আছে কোথায় দেখা করবি সে বললো যে তুই আমাদের বাড়ির পাশে দোকানে অপেক্ষা করিস আমি বললাম যে আচ্ছা পরে সবাই মিলে গেলাম নদীতে দুপুর ১২ টার দিকে গিয়ে ফুটবল খেললাম প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে পরে আর কী ২ টার দিকে বাড়িতে এসে কাপড় চেঞ্জ করে খাবার খেয়ে গেলাম গিয়ে দেখি ওরা সাইকেল নিয়ে দাড়িয়ে আছে পরে বললাম যে কোন দিকে জাবি সে বললো যে দেখি কোন দিকে যাওয়া যায় পরে গেলাম আনাদের বাড়ি থেকে ৫ কিঃ মিঃ দুরে একটা ব্রিজে গিয়ে শখ করে কয়েকটা ছবি উঠলাম উঠার পর বন্ধুূের ছবি তুলে দিলাম পরে একটা হোটেলে গিয়ে খাওয়া শেরে রাওনা হললাম বাড়ির দিকে বিষয় টা যত শর্ট ভাবে বললাম তোতো টা শর্ট না বাসায় এসে প্রতিদিনের রুটিন মতো খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম সো বনৃঊুরা আপনাদের আজকের দিন কেমন কাটলো জানাবেন অবশ্যই আজকে এই পর্যন্তই কথা হবে আরো একটি নতুন পোস্ট এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ |
0 Comments