আসসালামু ওয়ালাইকুম 😍 | বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার এই শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ গেলো তো এই বন্ধদের দিন দুটি কেমন কাটলো কিভাবে কাটাইলাম বিস্তারিত অবশ্যই আমাদের এই পোস্ট টি পুরো টুকু না পড়ে যাবেন না | সবাই স্কুলে যেতে ভালোবাসে কিন্তু স্কুলে যেতে মোটেও ভালো লাগে না 😩 আমি সপ্তাহের শেষ এই দুদিন বন্ধের অপেক্ষায় থাকি 👹 কেন না আমি বাড়িতে থাকতে ভালোবাসি স্কুলে মোটেও ভালো লাগে না | অনেক তো বক বক হলো চলুন মুল বিষয়ে এগুনো যাক হুম নাকী 💝 আমি বৃহস্পতিবার স্কুলে যাই তবে এক কথা হয়তো আমরা সকলেই জানি যে এখন শনিবার বন্ধ দেওয়াতে বৃহস্পতিবার কিন্তু বিকাল ৪ টা পর্যন্ত ক্লাস করানো হয় তো আমি বৃহস্পতিবার স্কুলে যায় তর পর দুই ক্লাস পর আমাদের যে সাবজেক্ট এর ক্লাস হওয়ার কথা সেই স্যার অসুস্থ পরে ওখানেই একটি ঝাল মুড়ি ওয়ালা রয়েছে তার ওখানে গিয়ে বসলাম তবে আমি একা নয়ই আমার সাথে আরো দুজন পরে গিয়ে গল্প করতে লাগলাম গল্প করতে করতেই আরেকটি ক্লাস শেষ হয়ে গেলো পরে আর কী ক্লাসে গেলাম | পরে অন্য স্যার আসলো অন্য সাবজেক্ট পড়ানোর জন্য ওই ক্লাস হলো ৫০ মিনিট তবে আমাদের স্কুল প্রথম ক্লাস হয় ১ ঘন্টা তার পর থেকে ৫০ মিনিট টিফিন পর্যন্ত টিফিনের পর ৪০ মিনিট হয় তবে টিফিনের সময় চলে এলাম ভালো লাগছিলো না তাই বাসায় এসে মোবাইল চালালাম কিছু সময় তার পর বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে খেয়ে তার পর একটি মোবাইল চালাইলান তার পর সকাল ১১ঃ৩০ টার দিকে গেলাম ফুটবল খেলতে কপাল খারাপ ওরা ১০ঃ৩০ এসে খেলা শুরু করা দিয়েচে এবং ১ ঘন্টা খেলে খেলা বাদ দিয়ে দিলো পরে গোসল করে এসে জুমার নামাজে গেলাম এসে খাবার খেলাম খাওয়ার পর একটু ঘুরতে বেড় হলাম বিকালে পর্যন্ত ঘুরাঘুরি করে বাসায় এসে খাওয়া সেরে শুয়ে পরলাম পরের দিন অর্থাৎ শনিবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সাথে বসে একটু গেম খেললাম তার পর ০১ঃ৩০ এর দিকে ফুটবল খেলতে গেলাম গিয়ে ১ ঘন্টা খেলে গোসল করে বাসায় এসে প্রতিদিনের মতোই করলান এই ভাবে কেটে গেলো পুরো দুটি দিন | যাই হোক আল্লাহ পাক যে সুস্থ রাখছে এটাই শান্তি তো আজকের পোস্ট টি এই পর্যন্তই |
0 Comments