ADS02

আমাট গ্রামের স্কুল


আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি | বন্ধুরা আজকে আমি আপনাদের আমার স্কুলের বন্ধু এবং স্কুল সম্পর্কে কথা বলবো বা জানাবে তো চলুন শুরু করা যাক | আমার স্কুলের নাম হলো শ্যামপুর উচ্চ বিদ্যালয় এর আগের একটি পোস্টে আমি আপনাদের আমার গ্রাম এবং স্কুলে যাওয়ার রাস্তা বলেছিলাম এই পোস্টে আমি আমার স্কুল সম্পর্কে জানাবো চলুন এগিয়ে যাই | আমার স্কুলটি তৈরি হয় ১৯৭১ সালে এবং এটি ছিলো ১ তলা স্কুল পরে ২০১৮ সালের নভেম্বর এর দিকে ৪ তলার কাজ শুরু হয় | এক কথা বছর শেষের দিকে কাজ শুরু হয় এবং ২ বছরের মতো কাজ চলে | এবং ২০২০ এর শেষের দিকে কাজ শেষ হয় তবে এটা সঠিক বলতে পারছি না এটার কাজ কবে শেষ হয়েছে | যাই  এটার স্কুলটিতে যাওয়ার রাস্তা জেনে নেই চলুন প্রথম আপনি জামালপুর আসবেন সেখান থেকে আসবেন শিমলতলি প্রায় ১৫ কিঃ মিঃ রাস্তা শিমল তলি আসবেন আসার পর সেখান থেকে ২-৩ কিঃ মিঃ রাস্তা যার্নি করে আসবেন শ্যামপুর বাজার এবং এই বা জারে এসে আপনার ডান দিকে রাস্তা পরবে সেখান থেকে একটু খানি এসে আপনার বাম দিকে দেখবেন একটা রাস্তা সেটা দিয়ে একটু খানি আসলেই স্কুল দেখতে পাবেন যদি দেওয়াগঞ্জের দিক থেকে আসতে চান তাহলে সেম ভাবে শ্যামপুর বাজারে আসবেন যাই হোক বর্তমানে স্কুলটি ৪ তলা এবং প্রায়মারি স্কুল ২ তলা | প্রাইমারিতে ক্লাস শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এবং হাই স্কুলে ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত এই স্কুলে মোট ক্লাস রোমের সংখ্যা উপরে ৬ টি এবং নিচে আনুমানিক ৫-৬টি এবং অফিস রোম ২টি একটা প্রধানশিক্ষকের আরেকটি সহ কারি শিক্ষক দের মোট স্যার রয়েছে আনুমানিক ৫-৬ টা ম্যাডাম রয়েছে ৩-৪ টা
এবং এই স্কুলে প্রতিদিন ক্লাস হয় ৬-৮ টা প্রতি ক্লাসে ছাত্র ছাত্রী দের সংখ্যা আনুমানিক ২৫০-৩০০ এর মতো এবং প্রাইমারিতে ৫-৭ টার মতো ম্যাডাম রয়েছে তবে নেই কোনো স্যার এই ছিলো আমাদের স্কুল সম্পর্কে ধারনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ |


Post a Comment

0 Comments