ADS02

আমাদের নতুন গাড়ী

 আসসালামু ওয়ালাইকুম😊 | বন্ধুরা আজকে আমি একটি নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো এই জিনিসটি আজকে আমাদের বাসায় কিনে আনা হয়েছ | কেন এটা কিনলো এবং এটাকে কী কাজে লাগানো হবে বিস্তারিত থাকবে আজকে এই পোস্টে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত | বন্ধুরা আপনারা হয়তো পিকটি দেখেছেন এই পিকটা দেখে অনেকে চিনে ফেলেছেন এটা কী হ্যাঁ এটা ভ্যানগাড়ী তবে এটাকে অন্য সব গাড়ির থেকে আলাদা কাজে লাগানো হবে | এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটার কাজই তো বিভিন্ন মামলা যেমনঃ ফ্রিজ শুয়ার খাট সিমেন্ট বিভিন্ন আলনা এগুলা নিয়ে যায় এক জায়গা থেকে আরোক জায়গায় তো এই ভ্যানগাড়ি তো এই কাজেই ব্যবহার হয় তো আপনি আবার কোন কাজে ব্যবহার করবেন 😐 | একটু ধৈর্য ধরে পুরা পোস্ট টি পড়ুন আশা করবো সব জানতে পারবেন আসলে অম্য সব ভ্যানগাড়ির থেকে এটাকে আলাদা একটা কাজে ব্যবহার করা হবে এটা প্রথমেই বলছি যাই হোক এই গাড়িটি ইটের ভাটা বা বিভিন্ন ব্রিকসের কাজে ব্যবহার করা হবে এখন অনেকেই বলবেন কোন কাজে ব্যবহার হবে তো চলুন সব বুজিয়ে বলছি | আমরা হয়তো সকলেই ইট বানানো দেখেছি অনেকেই হয়তো দেখেন নি তাদের ইট বানানোর একটা দারুনা দেই চলুন | প্রথমে মাহিন্দ্রা নামে ট্রাক্টর রয়েছে এগুলো দিয়ে অন্যের জমির মাটি কিনে তার পর দেখান থেকে ওই ট্রাক্টর গাড়ি দিয়ে ভাটাতে আনা হয় তারপর ইট যারা বানায় তারা একটি বেশি মাটি গুলো দেয় এবং সেই মাটি একদম গুরো ও পেক মাটি হয়ে যায় সেটিকে একটি বাক্সে দেওয়া হয় তারপর সেই বাক্স থেকে পেক মাটির ইট হয়ে আসে তারপর রোদে সেটিকে শুকাতে দেওয়া হয় সেটি শুকিয়ে গেলে সেটিকে এই ধরনের ভ্যানগাড়ি করে সেই ইট টিকে পোড়ানোর জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই কাজের জন্যই কিনা হয়েছে এই গাড়িটি | তারপর সেটি পুড়ার পর সেখান থেকে বের করা হয় বলতে ভুলে গেছি যে এই ইট গুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ কয়লা দিয়ে পোড়ানো হয়ে থাকে তবে যেগুলো কম শুকিয়েছে সেগুলো ২ নম্বর ইট হিসাবে পরিচয় পায় এবং ২ নম্বর ইটের দাম কম ও সেটি ১ নম্বর ইটের থেকে অনেক নরম হয়ে থাকে তবে শুধু ২ নম্বর নয় ৩ নম্বর ৪ নম্বর ও ৫ নম্বর পর্যন্ত ইট রয়েছে যেগুলো একেকটি অন্যের থেকে নরম হয়ে থাকে যেমন ২ নম্বর এর থেকে ৩ নম্বর ইট নরম এরকম আর কী বন্ধুরা ভ্যানগাড়ি নিয়ে আলোচনা করতে করতে ইটের বিষয়ে চলে গেছি আজকের পোস্ট টি এই পর্যন্তই |


Post a Comment

0 Comments