আসসালামু ওয়ালাইকুম | বন্ধুরা আজকে আমি আপনাদের আমার নিজের সম্পর্কে জানাবো আমি কোথায় জন্ম গ্রহন করি আমি বর্তমানে কোথায় বাস করি আমার সপ্নো কী বিস্তারিত অবশ্যই পোস্ট টি শেষ পর্যন্ত দেখবেন | তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমি জন্ম গ্রহন করি বাংলাদেশের উত্তর দিকে জামালপুর জেলায় | জামালপুর সদর থেকে প্রায় ১৮ কিঃ মিঃ দুরে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাম মেঘারবাড়ী এবং মেঘারবাড়ী গ্রামেই আমার জন্ম আমার বাবা পেশায় একজন কৃষক আমাদের তেমন কোনো জমি নেই | আমার বাবা অন্যের খেতে কাজ করে সংসার চালায় তবে আমার পড়াশোনার খরছ বহন করে আমার মা এবার অনেকেই বলবেন আপনার মা টাকা কোথায় পেলো চিন্তা নেই সব বলবো | আমার মা কে আমার নানু কিছু টাকা দিয়েছিলো এবং সেটি দিয়ে একটি করে গরু পালে এবং আমার বাবাই গরুটার খেয়াল রাখতো আমার মা কিন্তু এবং সেটি থেকে যা মুনাফা মতো সেটি দুইজ নিতো আমার বাবা টাকা দিয়ে সংসার চালায় আর আমার মা পড়াশোনার খরছ বহন করতো | আমরা গরিব আমার বাবার দিন টা শুরু হয় অন্যের জমিতে কাজ করে যাই হোক আমার উচ্চতা রয়েছে প্রায় 5.9 এর কাছাকাছি তবে 5.8 এর হয়তো একটু বেশি হবো 5.9 এর কাছাকাছি বলা চলে আমরা দুই ভাই আমার বড় ভাই এর বয়স প্রায় ২৩ বছর বলে রাখি এটা আমি সঠিক জানি না আমার বয়স ও তার কাছাকাছি আমি সপ্নো ছিলো বাংলাদেশের ফুটবল টিমে চান্স নেওয়া এক কথা ফুটবলার হওয়ার সপ্নো ছিলো | তবে সেই সপ্নো ভেঙ্গে গেছে এখন আমি ইউটিউবার হওয়ার সপ্নো দেখতেছি আমি কালো মানুষ আমার চোখে সমস্যা এর জন্য সরকারি চাকরির আশা নেই সরকারি চাকরি করার ইচ্ছে যে নেই এমন না | ইচ্ছে থাকলেও উপায় নেই যাই হোক আমি মোবাইলে কাজ করতে ভালোবাসি এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে এই ছিলো আমার জীবনের পুরো ঘটনা সর্বশেষ জানাই যে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অন্য দের সাহায্য করুন আল্লাহ হাফোজ |
0 Comments