ADS02

আমাদের গরুর ঘাস

 আসসালামু ওয়ালাইকুম | বন্ধুরা এর আজকের কয়েকটি পোস্টে আমি আপনাদের ধান খেত সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আমাদের লাগানো ঘাস এর সম্পর্কে বলবো অনেকেই বলবেন আরে ভাই ঘাস কেউ চাষ করে নাকী কিন্তু যারা বা যাদের মনে এই প্রশ্ন টি আসছে তাদের বলে রাখি বন্ধুরা এই ঘাস গরু রা খায় এবং এটি এই গরুর জন্যই চাষ করা হয় | চলুন এবং মুল বিষয়ে যাওয়া যাক এটি শুধু মাত্র গরুর জন্য চাষ করা হয়ে থাকে এটি চাষ করতে বেশি কষ্ট করতে হয় না এটি সম্পর্কে আপনি একটা বিষয় জানলে খুব অবাক হবেন বলবেন যে এটি কী সত্যি তো চলুন এই মজার জিনিস নিয়ে আলোচনা শুরুর করা যাক | এটিকে চাষ করার জন্য যোগ্য জমি প্রথমে লাগবে এর পর এটির বিজ আপনি বাজার থেকে কিনে এনে সেই জমিতে চাষ করবেন বলে রাখি অবশ্যই এটিতে পানি দিতে হবে কিন্তু আর এটি ছোট থেকে বড় হতে বেশি সময় নেয় না এটার উপর আমার তেমন অভিজ্ঞতা নেই তাই আমি যা জানি তাই আপনাদের সামনে তুলে ধরবো কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন | বন্ধুরা এটির বিজ এনে চাষ করার পর এটি একটু বড় হলে এটিতে পানি দিতে হয় এবং সার ও লাগলে তো কম সার দেওয়া লাগে | তার পর এটি বড় হলে পুরো ঘেন্ডারির মতো লাগে যদি বুজিয়ে বুলতে যাই তাহলে বলা লাগবে যেটা দিয়ে চিনি বানানো হয় সেটার মতো দেখতে লাগলে এটি মোটামুটি ১৫-৩০ দিন লাগলে বড় হয়তে | এর পর অবশ্যই অবশ্যই ছোট থাকতো একটু জতনো নিতে হবে আমাদের এই খেতের আশে পাশে ছাগল গরু এসব রয়েছে তারা যেন এই চাষের জমিতে না আসতে পারে বা এসে যেন চাষ টাকে নষ্ট না করতে পারে সে ব্যবস্থা ও করতে হবে | এটি বড় হওয়ার পর এটি আপনি কাটবেন বলে রাখি এটি এক মাত্র এমন চাষ যেটায় কম পরিশ্রম করে একটু বেশি ইনকাম করা যায় এটি বড় হওয়ার পর কেটে ফেলবেন তার পর এটি কাটার পর আগাছা সজা ভাষায় বললে যেটা কেটে ফেললেন সেটি আশে পাশে যে আবর্জনা আছে সেটি পরিস্কার এবং চোট ছোট ঘাস গুলো পরিস্কার করে দিবেন | কিছু দিন পর দেখবেন এটি থেকে আবার ছোটো কুশি দিয়েছে বা সেটি থেকে আবার ঘাস বেড় হচ্ছে এবং এটি আবার বড় হলে কাটতে পারবেন | এবং আপনার যদি বিজ কিনার টাকা না থাকে তাহলে এরকম যারা তাদের ঘাস কেটে গরুকে খাওয়ায় তাদের ওখানে দেখবেন শক্ত ঘাসের টুকরো রয়েঢ়ে সেটি এনে লাগালেও হবে বন্ধরা আজকের পোস্টে টি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ |


Post a Comment

0 Comments