ADS02

আমাদের গ্রামের সড়ক

 আসসালামু ওয়ালাইকুম | বন্ধুরা এত দিন আপনাদের আমি আমার নিজের এবং আমার গ্রামের ও স্কুলের সম্পর্কে জানিয়েছি আজকে আপনাদের একটু ভিন্ন কিছু জানার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক | আজকে আমি আপনাদের জানাবো আমার গ্রামের রাস্তা সম্পর্কে রাস্তার টির নাম মেইন রোড বলা হয়ে থাকে আমাদের গ্রামের মেইন যে সড়ক টি রয়েছে সেটা এটি রাস্তা টি খুব বেশি বড় নয় আমার খুব ছোট ও নয় মাঝামাঝি টাইপের বলা চলে এই রাস্তা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো জায়গায় যেতে পারবেন চলুন রাস্তা টি সম্পর্কে অন্য কিছু তথ্য জানাই | রাস্তা টি আমি ছোট ছিলাম যখন তখন তৈরি করা হয়েছিল এর আগে এটা ছিলো মাটির রাস্তা এবং এই রাস্তার মাঝ খানে অনেকের বাড়ি ছিলো আবার অনেকের গাছ গাছালি ও ছিলো এটি আমাদের গ্রামের মেইন সড়ক আপনাদের জানিয়ে রাখি এই সড়ক দিয়ে ঢাকা শেরপুর ময়মনসিংহ এগুলা জেলা তে জেতে পারবেন | এই রাস্তা দিয়ে মোটামুটি সব গাড়ি চলা ফেরা করে এই সড়ক দিয়ে বা রাস্তা দিয়ে অটো সাইকেল অটোরিকশা ভেন গাড়ি বড় যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক বাস এই দুইটাই বেশি চলে তবে ছোট যানবাহন বিশেষ করে সাইকেল মোটরসাইকেল মিশু অটো আরো অনেক এমন রয়েছে তবে দূর্ঘটনা আগে বেশি হতো যখন সড়ক টি প্রথম প্রথম হয়েছে তখন মা"রা"ত্মক মা"রা"ত্মক

সব ঘটনা ঘটেছে তবে এখন অবশ্য একটু বলতে অনেকে টাই কম দূর্ঘটনা হয় | কারন নতুন নতুন যখন একটা কাজ মানুষ করতে যায় তখন মানুষের একটু ভুল হয় এরকমি নতুন রাস্তায় চলতে গেলে দুর্ঘটনা ঘটবে না এমন টা খুব কম হয় আমাদের এই সড়ক ছাড়াও আরো অনেক সড়ক রয়েছে তবে সেগুলা ছোট মেইন রোড না তাই সেগুলা দিয়ে খুব কম মানুষ চলা ফেরা করে ওই ছোট রাস্তা গুলাকে আমরা বায়ে রোড বলে থাকি যাই হোক এই রাস্তা সম্পর্কে যা আমি জানি তা আপনাদের বলে দিলাম তাছাড়া আপনারা বলতে পারেন যে এই রাস্তা কত সালে তৈরি হয়েছে সেটাতো বললেন না আমি কিন্তু প্রথমে বলেছি আমি ছোট থাকা কালিন রাস্তা তৈরি হয়েছে তাই সাল টা মনে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ |



Post a Comment

0 Comments