ADS02

করোনার কঠির সময়

 

আসসালামু ওয়ালাইকুম | 😒 বন্ধুরা আজকে আমি আপনাদের আমার জীবনের সব থেকে মজার বছরটির নাম জানাবো এবং এই বছরটি কেন আমার কাছে এত মজার ছিলো সেটাও এক কথাই সকল বিষয় অবশ্যই পুরো পোস্ট টি দেখে এবং পড়ে যাবেন চলুন বিস্তারিত শুরু করা যাক | আসলে বছরটি হচ্ছে 2020-2021 প্রথমে তো করোনা কালীন সময়ে আমাদের পুলাপাইন এর দিন ভালো কাটলেও কর্মরত ভাইদের খুব খারাপ দিন গিয়েছে ২০২০ সালের মার্চের দিকে স্কুল বন্ধ দেয় এবং সব জায়গায় লকডাউন করে দেওয়া হয় বাজারে ডাক্তারের দোকান ছাড়া কোনো দোকানি খুলার পার্মিশন  ছিলো না তাছাড়া কাচাঁ মালের দোকান ও খুলা থাকতো মোটামুটি স্কুল বন্ধ দেয় প্রায় ২ বছরের মতো স্কুল বন্ধ ছিলো প্রথম যখন স্কুল বন্ধ দেয় তখন আমি চিন্তা করতে লাগলাম যে কিভাবে দিন কাটাবো আমি ভিষন চিন্তায় পরে গেলাম তার পর একদিন দেখি আমাদের বাড়ির পাশে বাড়ির ছেলেরা ফুটবল খেলছে পরে তাদের ওখানে গেলাম তারা খেলতে নিলো তার পর থেকে প্রতিদিন তাদের ওখানে খেলতে যেতাম পরে বলটি গেলো ফেটে 😰 | পরে ওখানেই সৈকত নাম তার বল ছিলো সেটা দিয়ে শুরু করলাম খেলা মাঠ ও তৈরি করলাম (বড় করে সেই সময় তো করোনা ছিলো সেক্ষেত্রে চাকরি থেকে অনেকেই ছুটি পেয়ে বাড়িতে এসেছে এবং ঢাকা থেকে অনেকেই এসেচে তাদের সাথে এক কথায় বড়দের সাথেও খেলতাম সেখানে বড় একটি মাঠ ছিলো যেখানে প্রায় অনেক দিন চাষ করে নি এভাবে গরম কাল কেটে আসলো শীত কাল) তখন তো সবাই একটাই খেলা খেলে সেটার কথা হয়তো সবাই জানি  | পরে ২০২১ সালে তবে যে বললাম সৈকত নামে একটা ছেলের বল দিয়ে খেলা শুরু করলাম সেটি কিন্তু ২০২১ সালের ঘটনা সেই বল ফেটে যাওয়ার পর আমরা সৈকতের বল দিয়ে শুরু করলাম খেলা সেটি ফেটি গেলো একদিন পরে সবাই মিলে একটি সিদ্ধান্ত নেওয়া হলো যে সবাই ৫০ টাকা করে দিয়ে বল কিনবো এবং টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে আপাতোত ৭ দিন ক্রিকেট খেললাম পরে সবাই টাকা দিলো বল কিনলাম এবং সেটি দিয়ে খেলে গরম কালটা কাটিয়ে দিলাম এবং যত শর্ট বললাম তত শর্ট বিষয় ছিলো না আর সময় টা মজার ছিলো আজকের পোস্ট টি এই পর্যন্ত |

Post a Comment

0 Comments