আসসালামু ওয়ালাইকুম 😊 | বন্ধুরা আজকে আরো একটু পোস্ট নিয়ে হাজির হলাম আজকে একটু ভিন্ন কিছু সম্পর্কে জানাবো এখন অনেকেই বলবেন যে ভাই আপনি এই দুই দিন কেন পোস্ট দেন নি | বন্ধুরা সম্পুর্ণ বিষয় আজকে বলবো শুক্রবার ও শনিবার অর্থাৎ ১১ নভেম্বর ২০২২ ও ১২ নভেম্বর ২০২২ এই দুই দিন খুব মজা করে কাটলো এবার বলতে পারেন আপনার বিয়ে নাকী 😐 না ভাই আমার বিয়ে না আমার ভাতিজার বিয়ে | এখন আবার অনেকেই বলবেন যে ভাইমআপনি বিয়ে করেন নাই আেমার ভাতিজা কেমনে বিয়ে করলো আসলে বিষয় টা আপনি যেৃন ভাবছেন তেমন না আমার আপন ভাতিজা না আমার বাবার ভায়ের ছেলের ছেলে হিসাবে আমার ভাতিজা যঅি হোক | বন্ধুরা সে আনার বড় ভায়ের সমান সে বর্তমানে চাকরি করে তার আনুমানিক বয়স ২৩-২৫ এর মধ্যে আসলে তার জন্য অনেক দিন থেকেই মেয়ো দেখা হচ্ছিলো কিন্তু তার পছন্দ হচ্ছিলো না যদি তার পছন্দ হয় তো তার মা-বাবার হয় না এরকম ভাবেই দেখতে দেখতে হঠাৎ একটি মেয়ে সবারি পছন্দ হইলো | পরে আর কী সব কিছু ঠিক ঠাক করা হলো এবং বিয়ের তারিখ কিন্তু আগেই ঠিক করা হয়নি কারন যে বিয়ে করবে সে তো যেকোনো দিনই আসতে পারবে না সে যেদিন ছুটি পাবে যদিই তো বিয়ের তারিখ দিতে হবে এমন করে সে পেয়ে গেলো ছুটি তবে কতদিনের ছুটি পেলো তা আমি জানি না পরে বিয়ের তারিখ হঠাৎ করেই ঠিক হলো যেমন আজকে সে বাড়িতে বললো আমি আজকে ছুটি পেয়েছি কালকে গাড়িতে উঠবো তার বাবা মা বিয়ের তারিখ তার পরের দিন দিলো একদম হঠাৎ করেই বলা চলে পরে সে এলো তার পরের দিন তাকে সাজিয়ে যাওয়া হলো মেয়েদের বাড়িতে | তারপর খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়িয়ে নিয়ে এলো পরের দিন তারা তাদের মেয়ে জামাইকে নিতে আসলো খাওয়া শেষ করে নিয়ে গেলো তাদের মেয়ো জামাই | এখন কথা হচ্ছে আমি যে সহজ ভাষায় বললাম বা যে ভাবে শর্ট করে বললাম বিষয় টা এত শর্ট ছিলো না | বন্ধুরা আপনি কেন পোস্ট দিতে পারলেন না এটা অনেকেই বলবে তাদের বলি বিয়ে মানে তো একটা উল্লাস তখন কী আর কোনো কাজ করতে মন চায় তাই আর এই দুই দিন পোস্ট দি নাই সো আজকের পোস্ট টি এই পর্যন্তই বল্লাহ হাফেজ |
0 Comments