আসসালামু ওয়ালাইকুম | কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদের আমার নতুন জার্সির বিষয়ে বলবো কোথা থেকে কিনেছি কত টাকায় কিনেছি বিস্তারিত অবশ্যই পুরো পোস্ট টি পড়ে যাবেন আলুন শুরু করা যাক | বন্ধুরা আমি এই জার্সিটি কিনেছি আমাদের বাসা থেকে ৩ কিঃ মিঃ দুরে গিয়ে সো যাই হোক চলুন পৃরথম থেকেই বলা শুরুর করি | প্রথম আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর টিকটক দেখতে ছিলাম হঠাৎ টিকটকে এই জার্সিটি দেখে পছন্দ হলো যেহেতু কাতার বিশ্বকাপের বাকী আর মাত্র ৯ দিন তাহলে তো একটা জার্সি কিনারই লাগে পরে বন্ধুদের বললাম যে তরা কী জার্সি কিনতে আমার সাথে যাবি তারা বললো যে না জামু না তুই একাই যা কী আর করার পরে বাসায় আসলাম এসে বললাম যে আম্মু ৩০০ টাকা দেও আমি একটা জার্সি কিনবো সে বললো এই তো কিছুদিন আগেই একটা কিনে আনলী এখনি আরেকটা কিন্তে হইবো বললাম যে হুম আরেকটা কিনবো দেও টাকা দেও | পরে বললো যে এখন তো নাই তুই কালকে নিশ পটে বললাম আচ্ছা কী আর করার না থাকলে তো আর কিছু করার নাই | পরে আমার ফিরে গেলাম আড্ডায় বন্ধুরা বললো যে কিরে জার্সি কিনতে জাস বলে আমি বললাম যে আম্মুর কাছে টাকা নেই সে কালকে দিবে পরে বন্ধু বললো ও তাই বল পরে সন্ধার দিকে ( বিঃ দ্রঃ আগের ঘটনা টি বিকালের আসলে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে) বন্ধুরা ফোন দিয়ে বললো যে বাজারে আয় আড্ডা দেই আমাদের বাড়ি থেকে বাজার ১ কিঃ মিঃ পরে বললাম যে তরা থাক আমি আসতেছি বন্ধুরা বললো যে ৫ মিনিটের মধ্যে আয় বললাম যে আমার কাছে গাড়ি ভাড়ার টাকা নাই তরা থাক ১০ মিনিটের মধ্যে আসতেছি বন্ধুরা বললো যে তু গাড়ি দিয়ে আয় টাকা মানিক দিবে আর মানিক প কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন পরে চলে গেলাম | যাওয়ার পর সবাই মিলে বসে অনেক কিছু খেলাম ঘুরলাম আর আড্ডা দিয়ে রাত ১০ টার দিকে বাসায় এসে ঘুমালাম পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে মোবাইল নিয়ে বের বললাম বন্ধুদের সাথে দোখা করতে বন্ধুদের সাথে দেখা করে আবার কিছুখন আড্ডা দিয়ে বাসায় এসে জার্সি কিনার টাকা টা চাইলাম পরে দিলো | আমার গায়ে ছিলো একটা গেঞ্জি আর একটা টাউজার পরে সব পরিবর্তন করে চললাম মেলান্দহ বাজারে যেটা আমাদের এখান থেকে ৩ কিঃ মিঃ দুরে পরে গিয়ে বললাম জার্সি দেখায় পরে পছন্দ হলো তারপর ২৫০ টাকায় জার্সি টও কিনে বাসায় আসলাম এবং ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক যাই হোক আজকের পোস্ট টি এই পর্যন্তই আল্লাহ হাফেজ |
0 Comments