আসসালামু ওয়ালাইকুম | কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো শীতের সকালে উঠে আমি প্রথমে কী করি এবং শীতের সারা দিন কিভাবে কাটে আমার চলুন শুরু করা যাক | বন্ধুরা প্রথম আমি সকালে উঠে শীতের কাপড় গায়ে দিয়ে রোদে আসি তার পর সেখানে বসে দাত ব্রাশ এবং একি সাথে রোদে থাকি যেন শীত কম লাগে তার পর মুখ ধোঁয়ার পর আমি আবার রোদে আসি তার পর রান্না হয়ে গেলে আমি গিয়ে খাবার খেয়ে নেই তারপর ও হ্যাঁ খাওয়ার ৩০ আগে ঘরে এসে একটু খানি বই পড়ি তার পর রান্না হলে খাবার খাওয়ার পর ৯ বাজে বাসা থেকে বেড় হয়ে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি কখন সাইকেল তো কখন অটো আবার কখন হেটে এভাবে ঘুরাঘুরি করি তার পর আড্ডা দিয়ে বাড়ি ফিরে দুপুরের খাবার খাই | আমার কিন্তু আড্ডা দিতে অনেক ভালো লাগে যাই হোক তার পর কোনো কাজ না থাকলে মোবাইলে মুভি অথবা ফেস
বুক ইউটিউব এসব চালাই কাজ থাকলে সেই কাজ টা করি | এর পর দুপুরের খাবার টা খাই এর পর ১ ঘন্টা একটা লম্বা সময় নেই নেওয়ার পর আমি সেই সময় টা দিয়ে আপনাদের জন্য এরকম পোস্ট তৈরি করি এর পর সেটা পড়ে দেখি সব ঠিক আছে কী না তার পর সেই পোস্ট পাবলিশ করি | আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি সেটাকে এডিট করে ইউটিউবে আপলোড দেই | এক কথায় বলতে গেলে পুরো বিকাল টা আমি ব্যাস্তার মাঝে কাটাই তবে সকালে একদম ফ্রি থাকি এর জন্যই সকালে একটু ঘুরতে বেড় হয়ই বছরের প্রথম মাসে বা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এর মধ্যে যদি আমাদের এখান থেকে ঘুরতে নিয়ে যায় তাহলে ঘুরতে যাই | এবং আপনাদের বলে রাখি গরম কালটা মোটেও এমন ভাবে চলে না গরম এর দিন গুলো কাটে খেলার মাঝে তবে শীত কালে রাতে অনেকেই রেকেট খেলো রেকেক কে অনেকেই কক বেট বলে থাকি যাই হোক আমি আবার এগুলা খেলা মোটেও পারি না আমি শুধু খেলা দেখি এবং রাত ১০-১১ টার সময় এসে শুয়ে পরি
0 Comments