ADS02

এসএসসি পরিক্ষায় পাশের হার

 আসসালামু ওয়ালাইকুম  | ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুা আজকে এসএসসি পরিক্ষার সম্পর্কে বেশ কিছু তথ্য দিবো অবশ্যই পোস্ট টি পুরা টুকু পড়বেন | এবার এসএসসিতে বেড়ে পাশের হার এবারে এসএসসি ও সমমান পরিক্ষায় পাশ করেছে ৮২.২০ শতাংশ জিপিএ 5 পেয়ে ১ লক্ষ ৫ হাজার ৫৯৪ জন গত বারের চেয়ে এবার পাশের হার বেড়েছে ৪.৪৩ ভাগ তবে জিপিএ 5 এর সংখ্যা কমেছে ৫ হাজার ৩৫ জন এবার এসএসসি পরিক্ষায় সব থেকে ভালো করেছে রাজশাহী বোর্ডে  রাজশাহী বোর্ডে পাশের হার ৫১.৬, ৪ ভাগ হার পাশের হারে সব থেকে পিছিয়ে সিলেট বোর্ড গণিতে বেশি ফেল করায় এই বোর্ডে ফেলের সংখ্যা বেড়েছে বলে ধারনা করা হচ্ছে 

তবে এবার এসএসসি পরিক্ষায় যারা ফেল করেছে দেখা গেছে অধিকাংশই ইংরেজি ও গণিত এই দুইটি বিষয়ে ফেল করছে বিশেষ করে গণিত সাবজেক্টে | তবে সব থেকে ফেলের সংখ্যা বেশি সিলেট বোর্ডে এই বোর্ডে ছেলে দের তুলনায় মেয়েরা বেশি পাশ করেছে তবে এবার শিক্ষামন্ত্রী দিপুমনি বলছেন যে শিক্ষার্থী ১ অথবা ২ নম্বরের জন্য ফেল করবে তাদের পাশ করিয়ে দেওয়া চেষ্টা যেন শিক্ষক রা করে তাই যারা এসএসসি পরিক্ষায় ১ অথবা ২ নম্বরের জন্য ফেল করবে তাদের পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে | এবারের পরিক্ষা খুব কঠিন ভাবে নেওয়া হয়েছে বলে দাবি করেছিলো শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী বলেছেন আমি বাসা থেকে প্রিপারেশন ভালো নিয়ে আসছিলম কিন্তু নারবাসের কারনে খারাপ হয়েছে পরিক্ষা | তবে ঢাকা বোর্ড এবং অন্যন্য ৮ টি বোর্ডে খুব ভালো করেছে শিক্ষার্থীরা শুধু সিলেট বোর্ড এর শিক্ষার্থীরা অনেক টাই খারাপ করেছে দেশে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে এবং অনেকেই বলে যে এই পরিক্ষার রেজাল্ট নভেম্বর মাসে দেওয়া হবে তাদের উদ্দেশ্য করে বলি যে এই ফলাফল দেওয়া হবে ডিসেম্বর মাসের ৩০ তারিখে তবে এর আগেও দিতে পারে যদি তেমন হয় বা যদি সব খাতা আগেই দেখা শেষ হয় তবেই দেওয়া হতে পারে ৩০ ডিসেম্বর এর আগে ফলাফল তবে ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করবে এটা ১০০% নিশ্চিত থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী 

Post a Comment

0 Comments