ADS02

শীতের দিনে প্রিয় লাজ

 আসসালামু ওয়ালাইকুম | কেমন আছেন আপনারা আশা করবো খুব ভালো রয়েছেন হ্যাঁ আমি ও ভালো রয়েছি | বন্ধুরা গত কিছু পোস্টে আমি আপনাদের আমার গ্রাম স্কুল আমার বন্ধুদের পরিচয় আমার পরিচয় এবং আমি অবসর সময়ে কী করি সব বলেছিলাম | যাই হোক আজকের পোস্টে আমি আপনাদের জানাবো বা আজকের বিষয় হচ্ছে শীতের দিনে আমার প্রিয় কাজ কী তার সাথে আমার জীবনের কিছু কাহিনী বলবো অবশ্যই পুরো পোস্ট জুড়ে থাকবেন চলুন শুরু করি | প্রথমে জানিয়ে রাখি যে আমাদের গ্রামে প্রচুর শীত পরে আমি শীতের দিন বা গরম দিন নেই সব সময় ভোর ৪ টায় উঠে মোবাইল চার্জে দিয়ে আবার ঘুমাই তবে এটা শীতের দিন করতে অনেক কষ্ট হয় কারন শীতরে দিনে বিছানা থেকে যে মন টা উঠতেই চায় না এটা হয় তো বা সকলের ক্ষেত্রেই | শীতের দিন সব থেকে কষ্ট কর জিনিস হচ্ছে সকলে বিছানা থেকে উঠা এটা সব থেকে কষ্ট কর | শীতের দিন প্রিয় কাজ হচ্ছে ঘুম পাড়া যাই হোক প্রথমে সকাল ৪ টায় উঠে মোবাইল চার্জে দেই তার পর আমি সকাল ৬ টায় উঠে দেখি মোবাইলে চার্জ হয়েছে 100% আর এই চার্জ দিয়ে আমার সারা দিন চলে যায় তার পর আমি সকাল ৯ টার দিকে WiFi চালাতে যাই আসলে আমার বাসায় কোনো WiFi নেই আমার বাসা থেকে ৫ মিনিট হেটে গিয়ে একটা দোকানে WiFi নিয়েছে সেখানে গিয়ে WiFi চালাই ও হ্যাঁ বলে রাখি আমি কিন্তু খেয়ে তারপর WiFi ওখানে যাই যাই হোক তার পর সেখান থেকে বিভিন্ন ভিডিও দেখি বিশেষ করে ফুটবল খেলা আমি কিন্তু ফুটবল খেলতে খুব ভালো বাসি এবং আমার প্রিয় দল ব্রাজিল এবং আমি ইউটিউবিং ও করি এবং আমার চ্যানেলের জন্য ভিডিও বানাই তবে সেটা দুপুরে বানাই আর আপনাদের জন্য এমন আমার জীবন কাহিনী নিয়ে পোস্ট ও লিখি বিকালে সকল কাজ শেষ করার পর এবং এগুলা আপনাদের মাঝে শেয়ার করি সন্ধায় এবং সন্ধা ৮ টার দিকে কিছু ছবি এবং কিছু কার্টুন ডাউলোড করে বাড়িতে আসি আমি কিন্তু এখনো কার্টুন দেখি যাই হোক তার বাড়িতে এসে খাবার খেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখি এবং ছবি দেখি এবং প্রায় রাত ১১ টার মতো মোবাইল দেখি তার পর আমি ঘুমিয়ে যাই এবং এভাবে কাটছে আমার শীতের দিন আপনাদের কিভাবে কটছে অবশ্যই জানিয়ে যাবেন | আপনারা যে ছবি দেখলেন সেই দোকানে আমি প্রতিদিন চা খাই আর ছবি দেখি |


Post a Comment

0 Comments