

আসসালামু ওয়ালাইকুম | কেমন আছেন সবাই আশা করবো ভালো ও সুস্থ ভাবে দিন কাটছে | যাই হোক গত দুই দিন আগে দুইটি পোস্ট এর মাধ্যমে আমি আপনাদের আমার গ্রাম ও স্কুল সম্পর্কে জানিয়েছিলাম | আজকেই এই পোস্টে আমি আমার স্কুলের বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো | তবে আপনারা পোস্টে একটি ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিতে আমি সহ বেশ কিছু বন্ধুরাও রয়েছে বলে রাখি সব বন্ধুরা ওই ছবিতে নেই | চলুন আমার পরিচয় সহ বন্ধুদের পরিচয় দেওয়া যাক | আমি হাবিবুর রহমান ( হাবিব) পিতাঃ মোঃ আ. করিম মাতাঃ মোছাঃ হাসনা বেগুম চলুন বন্ধুদের পরিচয় দেই ছবিতো রয়েছে বিকাশ সে আমাদের ক্লাসে পড়ে এবং তার রোল নম্বর হচ্ছে ৪ এবং তার পিতার নামঃ মো. বাসির উদ্দিন খান (নাসির) তার বাবা পেশায় ছিলেন ওই গ্রামের সাবেক মেম্বার বর্তমানে কী কাজ করে তা আমি যানি না | এবং তার গ্রাম আমাদের স্কুল থেকে দক্ষিণ দিকে গ্রামের নামঃ খানপাড়া | ছবিতে রয়েছে একি গ্রামের মুরাদ সে স্কুলে কম আসে তার পিতা মাতার নাম আমার অজানা তাই বলতে পারলাম না প্রথমেই বলেছি সে স্কুল কম করে তবে তার ক্লাস রোল জানি না | তারপর ছবিতে রয়েছে সাইফুল তার রোল ২৫-২৬ এর মধ্যে তার বাড়ি স্কুলের দক্ষিণ দিকে বাজারে হয়তো আগের পোস্ট যারা পড়েছে তারা বলতে পারবে কারন আমাদের স্কুলে যেতে একটি বাজার সামনে পড়ে বাজারের নাম শ্যামপুর বাজার সেই বাজারের দক্ষিক দিকে বাড়ি গ্রামের নাম নয়ানগর তার বাবা-মা"র নাম জানা নেই তবে তার বাবা পেশায় অটোরিকশা চালক | এবং ছবিতে দেখতে পারছেন ফয়সাল তার বাড়ি ওই যে বাজার টা রয়েছে সেই বাজারের পশ্চিম দিকে সেই তার বাবার নাম জানা নেই তবে তার কাকার নাম আশিক তার কাকা এবং তার বাবা নাপিত ওই বাজারেই তাদের দোকান আছে তার মাতার নাম জানা নেই | এবং ছবিতে দেখতে পারছেন সোয়াইব তার বাবার নাম শাহ আলী পেশায় পানের দোকানদার সেই শ্যামপুর বাজারের মাতার নাম জানা নেই সে প্রতিদিন প্রায় ক্লাস করে রোল ২ বাড়ি নয়ানগর | এবং ছবিতে দেখছেন সিয়াম বাবা - মার নাম জানা নেই সে ভালো ছাত্র প্রায় প্রতিদিন ক্লাস করে বাড়ি স্কুলের সেই বাজারের উত্তরে বাবা আগে চায়ের দোকান ছিলো তবে সেটা বাদ দিয়েছে এখন আর তেমন কিছু করা না | ছবিতে দেখতে পারতেছেন মিনহাজ তার বাবা মার নাম জানা নেই বাবা পেশায় দোকাদার বাড়ি নয়ানগর সে ক্লাস করলেও একটু বকাটে টাইপের | সর্বশেষ জানাই সবাই ভালো থাকবেন
0 Comments