সকোল সমস্যার অবশান ঘটিয়ে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে SSC পরীক্ষা,, শিক্ষার্থীদের পিপারেশন,,,কেমোন তা হয়তো অনেকেই আনন্দাজ কোরতে পারেন,,, কারোন এবারে ২০২২ শিক্ষাক্রমে করোনা আর বন্যার কারোনে শিক্ষার্থীদের পড়াশোনা মোটেও ভালো হয়নি বোলে দাবি কোরেছোন,,
শিক্ষার্থীদের অভিভাবকেরা,, এবং তারা এমোনো আশা কোরেছে যে আরো সময় দরকার আছে পরীক্ষা হবার জন্য,,
আবার কিছু অভিভাবকরা মোনে করে যে পরীক্ষার জন্য আর কালখেপন করা ঠিক হবে না কারোন,, এমনিতেই অনেকে দেরি হোয়ে গেছে
পরীক্ষা দ্রুত সময়ের ভীতোরে না নিতে পারলে,সামনের বছোর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম হোতে আরো সময় লাগবে এমোনটাই আশা করেন তারা.
শিক্ষার্থীদের মতামত কেউ বলে,,, দ্রুত পরীক্ষা নোয়া উচিত আর কিছু সংখ্যায় বলে আরো সময় প্রোয়োজন,, আবার কিছু শিক্ষার্থী মোনে করে যে,,, পরীক্ষা না হোয়ে অটোপাশ নেয়া উচিত
0 Comments